বিজ্ঞানের অবদান

  পয়েন্ট সমূহ
(লোড হচ্ছে...)
    Image par Gerd Altmann de Pixabay

    ভূমিকা:

    'Science' শব্দটির উৎপত্তি 'Scio' থেকে। 'Scio' অর্থ জানা বা শিক্ষা করা। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। বিজ্ঞানের দর্শনে পার্থিব জগতের বিভিন্ন বিষয় নিয়ে গড়ে উঠেছে বিজ্ঞান জগৎ। আর বিজ্ঞানের এ জগৎ ক্রমবিবর্তনের মাধ্যমে মানুষকে পৌছে দিয়েছে আধুনিক সভ্য জগতের মণিকোঠায়। বর্তমান যুগ বিজ্ঞানের অব্যাহত জয়যাত্রার এক যুগান্তকারী যুগ। মানুষ ছিল গুহাবাসী, অরণ্যবাসী। কিন্তু এই বিজ্ঞানের মাধ্যমে মানুষ আজ ছুটে চলেছে গ্রহ থেকে গ্রহান্তরে। বিজ্ঞান মানুষকে দিয়েছে অভাবনীয় বেগ, সভ্যতার অগ্রযাত্রাকে করেছে দ্রুততর ও বহুমাত্রিক। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে অবদান তা যেমন আকর্ষণীয় তেমনি বৈচিত্রপূর্ণ। অর্থাৎ আদিম যুগ থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার যে বিকাশ ঘটেছে তার মূলে রয়েছে বিজ্ঞান।

    বিজ্ঞান কীঃ

    প্রকৃতির সাথে বসবাস করে মানুষ বুঝতে পারে প্রকৃতির যাবতীয় কার্যধারা এক বিশেষ নিয়মে পরিচালিত হয়। চন্দ্র-সূর্যের উদয়, দিনরাত্রির আসা যাওয়া, ঋতুর পরিবর্তন, নদীর প্রবাহ, বৃষ্টিপাত, বাতাসের গতি প্রভৃতির প্রতিটি পরিবর্তন, প্রতিটি বৈচিত্রের পেছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ। প্রকৃতির এই রহস্য যে দিন মানুষ বুঝতে পারল সেদিন থেকে সূচনা হলো বিজ্ঞানের। আজ বিজ্ঞানের বলে মানুষ প্রকৃতিকে এনেছে হাতের মুঠোয়। প্রকৃতির এই রহস্য আজ মানুষের কাছে উন্মুক্ত। বিজ্ঞানের নানাবিধ আবিষ্কারের ফলে মানুষেড় জীবনের প্রতিটি ক্ষেত্রে এসেছে আশ্চর্য পরিবর্তন। দ্রুত গতিত্তে এগিয়ে যাচ্ছে সভ্যতা।

    জীবন ও বিজ্ঞান:

    জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক যেমন পুরনো তেমনি নিবিড়। মানুষ তার জীবনের প্রয়োজনে বিজ্ঞানকে কাজে লাগিয়েছে। বলা যায়, মানুষের অভাববোধ থেকে বিশেষ জ্ঞান হিসেবে বিজ্ঞানের উৎপত্তি। প্রয়োজনই উদ্ভাবনের প্রেরণা যোগায়। সেই প্রয়োজন থেকেই বিজ্ঞানের বিচিত্র আবিষ্কার সাধিত হয়েছে। মানুষের অনুসন্ধিৎসু, মানুষের জিজ্ঞাসা ও আগ্রহ যেন দিন দিন বেড়েই গিয়েছে। মানুষ বিজ্ঞানের আবিষ্কার নিয়েই জীবনের বিচিত্র বিকাশ ঘটিয়েছে। জীবনকে নতুনভাবে জানার আগ্রহ পোষণ করছে এবং জীবনকে সুখকর করার প্রয়াস পাচ্ছে। বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারের মাধ্যমে মানুষের কৌতুহল দিন দিন বেড়েই গিয়েছে। বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে মানুষ বিজ্ঞানকে করে তুলেছে এক নতুন বিচিত্র সম্ভার। এভাবে মানবজীবনের সঙ্গে বিজ্ঞানের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। 

    বিজ্ঞানের অতীত ও বর্তমান:

    ইতিহাসের প্রথম যুগে মানুষ ছিল একান্ত অসহায়। যে প্রকৃতির হাতে মানুষ ছিল সেই প্রকৃতিতে মানুষ আজ বাস করছে তার বুদ্ধি ও মেধার মাধ্যমে। আজ মানব সভ্যতার ইতিহাস বিজ্ঞানের ক্রম বিকাশের ইতিহাস। তারা ঘরবাড়ি অস্ত্র তৈরি করতে জানতো না। জানতো না কিভাবে আগুন জ্বালাতে হয়। কৃষিকাজ ছিল তাদের জ্ঞানের বাইরে। তাদের খাদ্য ছিল গাছে ফলমূল, বস্ত্র ছিল গাছের বাকল। কিন্তু সেই মানুষ আজ গ্রাম রচনা করেছে, শহর প্রতিষ্ঠা করেছে, তৈরি করেছে বড় বড় অট্টালিকা, উদ্ঘাটন করছে প্রকৃতির গোপন রহস্য। জলে স্থলে মানুষ আজ পৃথিবীর রাজা। তার এ বিজয়বার্তা ঘোষনা করেছে বিজ্ঞান। তার বলেই অসীমের সন্ধানে আজ মানুষের অভিযাত্রা। 

    আধুনিক বিজ্ঞানঃ

    মানবজীবনের কল্যাণসাধনে আধুনিক বিজ্ঞানের অবদান সর্বাধিক। উনিশ শতকের গোড়ার দিকে বিজ্ঞান নতুন শক্তি নিয়ে অবতীর্ণ হলো। শিল্পজগতে বিজ্ঞান নতুন আলোড়ন সৃষ্টি করলো। নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে বিশ্ববাসীকে উপহার দেয়ার জন্য বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা শুরু করে দিল। তাদের সকল প্রচেষ্টা যে শেষ পর্যন্ত সফল হয়েছে তার প্রমাণ আমাদের বর্তমান জীবনধারা। এজন্য বর্তমান যুগকে বিজ্ঞানের মানসপুত্র বলা হয়। বিজ্ঞানের অসীম শক্তিতে মানুষ প্রকৃতিকে হাতের মুঠোয় এনেছে। সমসয়ার সমাধানের পথ বাতলে দিচ্ছে বিজ্ঞান তার নিত্যনতুন আবিষ্কারের মাধ্যমে।

    মানব সভ্যতার বিকাশে বিজ্ঞানের অবদান:

    সভ্যতার ক্রমবিকাশের ফলে অগ্রসর হয়ে বিজ্ঞান বররত্মানে পূর্ণরূপে সমৃদ্ধি লাভ করেছে। বিজ্ঞানের অসীম শক্তিতে মানুষ আজ প্রকৃতিকে যেন হাতের মুঠোয় এনে ফেলেছে। অতীতকালে পশুর মতো দেখতে মানুষ যখন প্রথম পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে সক্ষম হয়, তখন থেকেই শুরু হয় মানুষের বৈজ্ঞানিক আবিষ্কার। এর পর থেকে যখনই  বাঁধা-বিপত্তি সামনে এসেছে, কোনো কাজে সাহায্যের দরকার পড়েছে, তখনই বিজ্ঞান মানুষের জন্য আশ্বির্বাদস্বরূপ সামনে আবির্ভূত হয়েছে। বিজ্ঞানকে ব্যবহার করার ফলেই হিংস্র জন্তুর মতো ধারালো দাঁত কিংবা নখর না থাকলেও সকল প্রাণির উপর মানুষ নিজের ক্ষমতা প্রদর্শনে সক্ষম। বিজ্ঞানকে পুঁজি করেই এককালের গুহাবাসী মানুষের বিচরণ আজ বিশ্বজুড়ে। বিজ্ঞানের উন্নতির এ ধারা হাজারো বছর ধরে অব্যাহাত রয়েছে।

    বর্তমান মানবজীবনে বিজ্ঞানের অবদান:

    আজকের দিনে মানবজাতির জীবনের বিভিন্ন পর্যায়ে বিজ্ঞান নানাভাবে অবদান রাখছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের প্রতিটি কর্মকান্ডের সাথে বিজ্ঞান জড়িত। আমরা এতটাই বিজ্ঞানের উপর নির্ভরশীল যে বলা যায় মানবজীবন আর বিজ্ঞান একই সূত্রে গাঁথা। কৃষি, যাতায়াত, প্রকৌশল, চিকিৎসাসহ মানবজীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞান আজ অভাবনীয় ভূমিকা রেখে চলেছে। বিজ্ঞানের ব্যাপকতার ফলে আজ একে নতুন নতুন শাখা প্রশাখায় ভাগ করা হচ্ছে। একারণে মানবজীবনের বহুক্ষত্রে বিভিন্নভাবে  বিজ্ঞানকে ব্যবহার করা যাচ্ছে। বিজ্ঞানের আলো মানবজীবনে কীভাবে উজ্জ্বল করে তুলেছে তা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অবদান থেকে অবহিত হওয়া যাবে।

    দৈনন্দিন জীবনে বিজ্ঞান:

    জীবনযাত্রার সকল দিকের স্বাচ্ছন্দ্য বিধানে বিজ্ঞান আজ নিয়োজিত। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহুর্ত বিজ্ঞানের নানাবিধ আবিষ্কার ও উপকরণ নিয়ে আমাদের চলতে হয়। সকালে ঘড়ি দেখে ঘুম থেকে উঠে যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ  করি তাও বিজ্ঞানেরই অবদান। ব্যক্তিজীবনে প্রভাতে যা পানের সময় থেকে অফিসে গমনাগমণ এবং নিদ্রার পূর্বমুহুর্তে যাবতীয় সকল্বিষয়ে স্বাছন্দ্য এনেছে বিজ্ঞান। বিজলি বাতি, পাখা, মোটরগাড়ি, উড়োজাহাজ, হিটার, চুল্লি ইত্যাদি সকল কিছুই বিজ্ঞানের উন্নতির কারণে।

    নাগরিক সভ্যতায় বিজ্ঞান:

    নাগরিক সভ্যতা সম্পূর্ণভাবে বিজ্ঞানের অবদান। মানুষের জীবন আজ বিজ্ঞানের কল্যাণে আলোকময়, পরিপাটি ও সুসজ্জিত। বিদ্যুতের আবিষ্কার মানুষের জীবনধারাকেই বদলে দিয়েছে। বিজলি বাতিতে রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু আলোতে ঝলমল করে। এই সবকিছুতেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য।

    যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান:

    বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রে এনেছে এক আমূল পরিবর্তন। বিজ্ঞান দূরত্বকে কমিয়ে দিয়ে মানুষের কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানের কল্যাণে আবিষ্কৃত হয়েছে দ্রুতগতির যানবাহন যেগুলো চলতে পারে জলে, স্থলে ও অন্তরীক্ষে। বিজ্ঞানের টেলিফোন আবিষ্কারের ফলে মানুষ ঘরে বসেই বিশ্বের অপর প্রান্তের যে কারো সাথে কথা বলতে পারছে। বিজ্ঞানের এক অতাশ্চর্য আবিষ্কার ইন্টারনেট যার মাধ্যমে মানুষ সারা বিশ্বের সকল খবরাখবর তার ঘরের কোণে বসেই পেয়ে যাচ্ছে। এভাবে বিজ্ঞানের দ্বারা উদ্ভাবিত প্রযুক্তি সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে।

    চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান: 

    চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান এনেছে অভাবনীয় সাফল্য। বায়োপসি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, অতিবেগুনী রশ্মি, এক্স রে এবং পেনিসিলিন চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানের বিস্ময়। এসব আবিষ্কারের ফলে মানুষের মৃত্যুর হার কমছে এবং মানুষ তার জীবনের নিশ্চয়তা পাচ্ছে। এছাড়াও বিশ্বের মারাত্মক সব রোগের জন্য বিজ্ঞানীরা অভাবনীয় অনেক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা বিজ্ঞানেরই অবদান।

    কৃষিক্ষেত্রে বিজ্ঞান: 

    কৃষিতে বিজ্ঞান এনে দিয়েছে মহাবিপ্লব। প্রাচীনকালের ভোতা লাঙলের পরিবর্তে বিজ্ঞান এনে দিয়েছে কলের লাঙল ও পাওয়ার টিলার। পচা আবর্জনা ও গোবরের সঙ্গে ব্যবহৃত হচ্ছে আধুনিক রাসায়নিক সার। বিভিন্ন ফসলের জিনোম আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন। যার ফলে দেশে খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। এছাড়া গবেষনার মাধ্যমে উন্নতমানের বীজ সংরক্ষন করা হচ্ছে।

    শিল্পক্ষেত্রে বিজ্ঞান: 

    শৈল্পিক প্রায় সকল কাজেই বিজ্ঞানের ভূমিকা এখন অবশ্যম্ভাবী। এসকল কাজকে সহজ ও দ্রুততর করতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। প্রাচীনকালে শিল্পকারখানার সমস্ত কাজই করা হতো হাতে। বিজ্ঞানের বলে এখন সকল কাজই করা হয় যন্ত্রের সাহায্যে। ফলে ঝুকিপূর্ণ কাজগুলো থেকে মানুষ রেহাই পাচ্ছে এবং মানুষের কাজের পরিমাণ হ্রাস পাচ্ছে। এর মাধ্যমে খরচ ও সময় কম লাগছে এবং উৎপাদন অধিক পরিমাণে হচ্ছে।

    আবহাওয়ায় বিজ্ঞান:

    আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি যার মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পেয়ে পূর্বে থেকেই সতর্ক হয়ে যাওয়া যায়। এজন্য বিজ্ঞানীরা মহাকাশে প্রেরন করেছেন কৃত্রিম উপগ্রহ। এর ফলে আবহাওয়ার খবরাখবর মুহুর্তের মাধ্যমেই বলে দেয়া সম্ভব হচ্ছে। বিভিন্ন দূর্যোগে ক্ষয়ক্ষতি কম হচ্ছে। মাটি খোঁড়াখুঁড়ি না করেই ভূ-উপগ্রহের দ্বারা ভূ-গর্ভে লুকিয়ে থাকা খনিজ পদার্থ, মূল্যবান ধাতু, কয়লা, তেল ও গ্যাসের মত মূল্যবান জ্বালানি ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে।

    মহাশুন্যের রহস্য উদ্ঘাটনে বিজ্ঞান:

    মানুষের কৌতুহলি মন আজ বিজ্ঞানের বলে মহাশুন্যের রহস্য উদ্ঘাটনে ব্যাপৃত হয়েছে। মানুষ চাঁদের, মঙ্গল গ্রহে অভিযান চালিয়েছে। মানুষ বিভিন্ন গ্রহ সম্পর্কে জ্ঞান আহরণের জন্য মহাশুন্যে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। মহাকাশে পাঠিয়েছে বিভিন্ন উপগ্রহ, যান, রোবট ও অত্যাধুনিক ইলেক্ট্রনিক সরঞ্জাম। অতএব বলা যায় যে মহাশুন্যের রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানের ভূমিকা অনেক।

    বিনোদনসঙ্গী বিজ্ঞান: 

    মানুষকে মানসিক প্রফুল্লতা দান করার জন্য বিজ্ঞান দিয়েছে রকমারি উপকরণ। বিজ্ঞান আজ মানুষের বিনোদনসঙ্গী। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, ভিসিআর, ভিসিডি, ক্যামেরা, স্যাটেলাইট চ্যানেল, বৈদ্যুতিক বাদ্যযন্ত্র বিনোদন জগতে এনেছে অভাবনীয় পরিবর্তন। আজকের দিনে বিজ্ঞানের কল্যাণে গড়ে উঠেছে বিশ্ব সংস্কৃতি। যেকোনো অনুষ্ঠান একই সাথে বিশ্বের প্রতিটি মানুষ প্রত্যক্ষ করতে পারে টেলিভিশনের পর্দায়। মুহুর্তের মধ্যেই জনপ্রিয় গান বা সিনেমা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে ইন্টারনেটের কল্যানে।

    বিজ্ঞানীদের আত্মত্যাগ:

    বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে যুগ যুগ ধরে বহু বিজ্ঞানীর নিরলস শ্রম, মেধা, সাধনা, অধ্যবসায়ের সাথে জড়িত। জড়িত রয়েছে অনেক বিজ্ঞানীর আত্মত্যাগ। সত্য কথা বলেছিলেন বলে বিজ্ঞানী ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, ল্যাভয়সিয়কে হত্যা করা হয়েছিল গিলোটিনে। মহান বিজ্ঞানী আর্কিমিডিস, কোপার্নিকাস, গ্যালিলিও সহ প্রমুখ বিজ্ঞানী তাদের সমগ্র জীবন বিজ্ঞানের পিছনে ব্যয় করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমেই বর্তমানে মানুষ অত্যাধুনিক বিজ্ঞানের যুগে উন্নীত হয়েছে।

    বিজ্ঞানের অভিশাপ:

    মানবসভ্যতার উন্নয়নে বিজ্ঞানের অবদান অসামান্য। এর ব্যবহারে আমাদের জীবন হয়েছে সহজ ও প্রাঞ্জল। কিন্তু তাই বলে একটি জিনিসের শুধু উপকারী দিকই থাকবে তা কিন্তু নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে স্বয়ংক্রিয়করণের ফলে অনেক কাজেই মানুষের প্রয়োজন না হওয়ায় বেকারত্ব বেড়ে যাচ্ছে। ফলে বিশাল সংখ্যক মানুষের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে হয়তো এ সমস্যা আরও বেড়ে যাবে। প্রযুক্তির অবদান বড় বড় শিল্পকারখানা ও মোটর চালিত গাড়িগুলো নষ্ট করেছে পরিবেশ। এটম বোমা, হাইড্রোজেন বোমা, ডিনামাইট, বোথজূ বিমান, ট্যাংক ইত্যাদি আবিষ্কারের ফলে মানবজীবনে বিজ্ঞান আশির্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কর্তৃক হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা ও তার ধ্বংসলীলা এর জ্বলন্ত প্রমাণ। এজন্যই বলা যায় যে, বিজ্ঞান কেবল আশির্বাদ বহন করে আনে না, অভিশাপও বহন করে আনে। 

    উপসংহার:

    বিজ্ঞানের বহুরূপী ও বহুমূখী ব্যবহারই একে একই সাথে আশীর্বাদ এবং অভিশাপে পরিণত করেছে। তাই সবাইকে সচেতনভাবে এর ইতিবাচক প্রয়োগ ঘটাতে হবে। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বেড়াজাল ছিঁড়ে দিয়ে এর আলোয় আলোকিত হওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। অপব্যবহার সবকিছুরই আছে, তাই একজোট হয়ে এর অপব্যবহার প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বিজ্ঞানের সঠিক ব্যবহারই মানবসভ্যতাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে।  বিজ্ঞানকে যদি সভ্যতার বিকাশে কাজে লাগানো যায়, তবে বিজ্ঞান অভিশাপ না হয়ে আশির্বাদ হবে। এ কথা সত্য যে, বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। এ নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই। কারণ আধুনিক জীবনে বিজ্ঞান ছাড়া মানুষের পক্ষে এক মুহুর্তও চলা সম্ভব নয়। 

    Related Posts:

    Disqus Comments
    © 2020 রচনা স্টোর - Designed by goomsite - Published by FLYTemplate - Proudly powered by Blogger